লুডু ষ্টার তথ্য ফাঁসের দায়ে গুগল প্লে ষ্টোর থেকে ব্যান।
লুডু ষ্টার ফ্যানদের জন্য খুব কষ্টের সংবাদ নিয়ে এসেছে গুগল। গুগল প্লে ষ্টোর থেকে লুডু ষ্টার গেম টা রিমুভ করে দিয়েছে। এটা শুনেই হয়তো অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে কিন্তু এটাই সত্য কথা এখন। তার পরেও যদি কেও পেয়ে থাকেন সেই গুলো সব ফেক বা মিথ্যা। কিন্তু এর কারণ কি আপনি ভাবতে পেরেছেন একবার? এর কারণ হিসেবে গুগল বলছে লুডু ষ্টার নাকি তাদের সকল ইউজার দের পারসোনাল ইনফোরমেশন চাইনা এক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। ভাবতে পারছেন একবার কত বড় একটা কাজ করে বসেছে এই গেমের কোম্পানিটা।
লুডু ষ্টার
কেননা আপনি লুডু ষ্টার খেলে থাকেন অবশ্যয় জেনে থাকবেন এটা খেলতে গেলে আপনাকে ফেসবুকের সাথে কানেক্ট করে নিতে হয়। এর মানে হচ্ছে আপনার ফেসবুকের ইনফরমেশন তারা বিক্রি করে দিয়েছে যেটা গুগলের পলিসির বাইরে, ঠিক এই কারণেই গুগল এই গেম টাকে প্লে ষ্টোর থেকে ব্যান করে দিয়েছে। লুডু স্টার যে কতটাই জনপ্রিয় গেম ছিল তা বলার অপেক্ষা রাখে না, এটা পকেমন গো এই গেম টাকে ছড়িয়ে গিয়েছিল ডাউনলোডের দিক থেকে। কিন্তু তাদের এই ব্যান এর পেছনে আছে অন্য এক কাহিনি, আগে বলে রাখি লুডু স্টার কিন্তু একটা ইন্ডিয়ান গেম। এটার ডেভেলোপার কিন্তু ইন্ডিয়ান, এরা পাকিস্থানের যত তথ্য ছিল সব ফাঁস করে দেয়। বুঝতে তো আর বাকি নেই ইন্ডিয়া পাকিস্থান যুদ্ধ কোন পর্যায়ে গিয়ে দাড়িয়েছে। তাছড়া লুডু ষ্টারের সব থেকে বেশি চাহিদা ছিল পাকিস্থানে, বলতে পারেন সব দিক থেকে ইন্ডিয়ার বড় একটা সুযূগ ছিল। এরা এটাই কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু গুগল তো আর এই সব দেখবে না, তাদের পলিসির বাইরে গিয়েছে এই গেম। সাথে সাথে তারা ব্যান করে দিয়েছে এই গেম টাকে।
আমরাও কি লুডু ষ্টার থেকে ক্ষতির সম্মুক্ষিন হতে পারি?
হ্যাঁ, কেন না? যদি পাকিস্থানের তথ্য পাচাঁর হতে পারে তাহলে আমাদের টাও হতে পারে। এখন আপনি কি করবেন? আমার পরামর্শ এটাই আপনি আপনার ফেসবুক আইডি টার পাসওয়ার্ড পরিবর্তন করুন। যদিও আমার মনে হয়না আপনার কোন ক্ষতি হতে পারে, তারপরেও নিজের সুরক্ষা নিজে করে নেয়াই ভাল। এছাড়া তো আমার কাছে কিছুই নেই। তবে এটাই বলবো এবার লুডু ষ্টার বাদ দেন।
পরিশেষে আমি একটাই কথায় বলবো নিজেকে সুরক্ষিত রাখবেন। টেকহিলসে নিয়মিত ভিসিট করুন ও ছোট্ট করে একটা কমেন্ট করে দিন। আপনার কমেন্ট আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়।
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment